আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Share your love
নবাবগঞ্জ প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন রোববার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে। দলের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এ কর্মসূচী পালন করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে র্যালী নিয়ে উপজেলা চত্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। এসময় বক্তারা বলেন, ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক আওয়ামীলীগ লড়াই সংগ্রাম ও আন্দোলনের ধারাবাহিকতায় আজ দেশের উন্নয়নে কাজ করছে। স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী এ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে গণমানুষের উন্নয়নে কাজ করার প্রতিশ্রæতি দিয়ে আসছে। আজ দল ক্ষমতায় থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমাণে কাজ করছে। শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ার সোপান তৈরী করেছে।
আওয়ামীলীগের উপজেলা সভাপতি মিজানুর রহমান কিসমত বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার, সহসভাপতি সাফিল উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন,আলহাজ ইব্রাহীম খলিল, শহিদুল ইসলাম প্রমুখ।
অপরদিকে দোহার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায়। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, পৌর মেয়র আলমাছ উদ্দিন প্রমুখ।