Breaking News



Popular News



Enter your email address below and subscribe to our newsletter
নিজস্ব প্রতিনিধি
ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের দেবীনগর নিজ বাড়ি থেকে বুধবার দুপুরে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ওই গ্রামের সৌদি প্রবাসী সিরাজ শেখের স্ত্রী কাজল (২৯) ও তার দেড় বছরের মেয়ে তাবাসুম।
নিহতের শাশুড়ি আসমা আক্তার জানায়, বুধবার বিকেলে কাজলের ঘরের দরজা বন্ধ থাকায় তাকে ডাকাডাকি করলেও তিনি সাড়া না দেওয়ায় প্রতিবেশীদের ডেকে আনি। পরে সবার সহযোগিতায় দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত কাজলের এবং খাট থেকে তার মেয়ের নিথর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন দোহার থানা পুলিশ।
কাজলের শাশুড়ি আরও বলেন, আমাদের পারিবারিক দ্বন্দ্ব ছিল না। তবে সকালে কাজলের মন খারাপ ছিল। কি কারণে, কেন ওরা আত্মহত্যা করেছে বলতে পারি না।
এ বিষয়ে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করা হবে বলে জানান তিনি।