Breaking News



Popular News



Enter your email address below and subscribe to our newsletter
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ও ফুলবাড়ী কয়লা খনি আন্দোলনের অন্যতম সংগঠন আখতারুল সরকার বকুল, আব্দুল জাব্বার, দীপচাঁদ গুপ্ত, বীর মুক্তিযোদ্ধা এস এম এখালেক,বীরেন্দ্রনাথ সরেন, আরিফুল ইসলাম এর স্মরণে আলোচনা ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকাল ১০ টায় ফুলবাড়ী জেলা পরিষদ ডাক বাংলোতে এই স্বরন সভার আয়োজন করা হয়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল,এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় অন্যতম নেতৃত্ব অধ্যাপক আনু মুহাম্মদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন নান্নু, জাতীয় কমিটির জেলা আহ্বায়ক ও সিপিবির কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসাইন,সিপিবির জেলা সভাপতি মেহেরুল ইসলাম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক আকতার আজিজ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক মনিরুজ্জামান মুনির।
ফুলবাড়ীর স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে জাতীয় কমিটির সদস্য সচিব ও সিপিবির সভাপতি জয় প্রকাশ গুপ্ত,সিপিবির সাধারণ সম্পাদক নূরুজ্জামান,ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিকদার, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক সঞ্জিত প্রসাদ গুপ্ত, জাতীয় গণফ্রন্টের কমল চক্রবর্তী, গণ সংহতি আন্দোলনের নাজার আহম্মেদ,জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুল মজিদ,ফুলবাড়ী রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শামীউল ইসলাম চৌধুরী, জাতীয় কমিটির সদস্য ও সাংবাদিক এম এ কাইয়ুম, প্রভাষক জার্জিস আহম্মেদ।
প্রয়াতদের পরিবারের পক্ষে: এস এম এ খালেকের বড় ছেলে নিজাম উদ্দিন পলাশ, ইন্দ্রজিৎ দাস শিবুর সহধর্মিণী শ্রীমতি পপি রানী দাস, আকতারুল সরকার বকুলের সহধর্মিণী হাসিনা বেগম, রবীন্দ্রনাথ সরেনের সহধর্মিণী বাসন্তী মুর্মু, দীপচাঁদ গুপ্তের সহধর্মিণী যুঁথি গুপ্তা।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।