Breaking News



Popular News




Enter your email address below and subscribe to our newsletter
নিজস্ব প্রতিবেদক
ঢাকা দোহার ও নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সোমবার বেলা ৪ টা পর্যন্ত ৮ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই এবং ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্র জানিয়েছে।
জানা যায়, নবাবগঞ্জে ৫ জন চেয়ারম্যান পদে ও দোহার উপজেলায় ৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে নবাবগঞ্জে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, যুব লীগের প্রেসিডিয়াম সদস্য মেয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগ নেতা ও এনাম মেডিকেল কলেজের অন্যতম চিকিৎসক ডাঃ বাবুল মিয়া ও ইসলামী আন্দোলন যুব ফ্রন্ট এর নেতা মুফতি বোরহান এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। অপরদিকে দোহার উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, প্রকৌশলী মেহবুব কবির, আওয়ামী লীগ নেতা ফারুক উজ্জামান। ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোয়নপত্র দাখিল করেন