Enter your email address below and subscribe to our newsletter

হাটহাজারীতে মন্দাকিনী স্নান ও  মেলা সম্পন্ন

Share your love

হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১নং ফরহদাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী মন্দাকিনী গ্রামে প্রতি বছরের ন্যায় এ বছর ও দুইদিনব্যাপী মন্দাকিনী স্নান ও মেলা  মহাসমারোহে সম্পন্ন হয়েছে।

শনিবার স্নান ও মেলা এ উপলক্ষে কর্মসূচীর মধ্যে ছিল ধর্মীয় সভা, কবিগান, গীতাপাঠ, কীর্ত্তন, স্নান ও পূজা অনুষ্ঠান।  শান্তিপূর্ণ ভাবে মেলা উদযাপনের জন্য কমিটি ও প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছেন।

জানা যায়,  মেলায় সনাতনী ও উপজাতী ত্রিপুরা সম্প্রদায় প্রত্যেক বছরের ন্যায় মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সীতাকুন্ড পাহাড়ের জলপ্রপাত থেকে উৎপত্তি হওয়া মন্দাকিনী খালের পানিতে স্নান করতে আসেন। এতে স্নান করলে মহাপূর্ণ্যরে অধিকারী হতে পারে বলে স্মরণাতীর্ত কাল থেকে সনাতনী সম্প্রদায় এ বিশ্বাস লালন করে আসছেন। এ বিশ্বাসের সূত্র ধরে বংশানুক্রমে এ তিথিতে মন্দাকিনী খালে স্নান করলে মহাপূর্ণ্য ছাড়াও শরীর, মন ও দেহ পবিত্র হয়। মেলায় সনাতনী সম্প্রদায় ছাড়া ও নানা ধর্মের লোকজনের সমাগম ঘটে। তাই উদার মানসিকতার লোকজন এ মেলাকে সম্প্রীতির ও বন্ধুত্বের মেলা বলে আখ্যায়িত করেন।
পার্ব্বত্য জেলা খাগড়াছড়ির, মাটিরাঙ্গা, মানিকছড়ি ও লক্ষীছড়িসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে আগত পূর্ণাথীদের সাথে কথা বলে জানা যায়, মন্দাকিনী মেলা সনাতনী সম্প্রদায়ের কাছে মিলন মেলা। প্রতি বছর এমেলার জন্য লোকজন অপেক্ষা করে থাকে। পার্বত্য জেলা  ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যাক পূর্ণার্থী বিভিন্ন যানবাহনে করে মেলায় এসেছেন। মেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। সরকারি ভাবে মন্দাকিনী খালে পাকা ঘাটলা নির্মাণের কারণে স্নান তর্পনের জন্য সুবিধা হওয়ায় উপস্থিত পূর্ণাথীরা মহাখুশি। এবার খালে পর্যাপ্ত পরিমান পানি থাকায় পূর্ণার্থীদের কোন অসুবিধা হয়নি।

মেলা কমিটির সভাপতি ডা: গৌবিন্দ প্রসাদ মহাজন ও সাধারণ সম্পাদক পাচঁকড়ি শীল জানান, মন্দাকিনি মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে ত্রিপুরা ও সনাতন সম্প্রদায়ের বিপুল সংখ্যক পূণ্যার্থী সমাগম ঘটেছে। সুন্দর ও সুশৃংঙ্খলা ভাবে বারুণী স্নান, পূজা, তর্পণসহ ,আলোচনা সভা, ধর্মীয় কীর্তন, সাংস্কৃতিক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়া এবার মেলায় আগতদের জন্য মহাপ্রসাদ বিতরনের ব্যবস্হা করা হয়। প্রায় অর্ধলক্ষাধীক লোক মেলা সংলগ্ন স্হানে প্রসাদ গ্রহন করেন।

এদিকে মেলা পরিদর্শনে আসে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি,উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টু,এমপির একান্ত সচিব সৈয়দ মন্জুরুল আলম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ।

হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান  জানান. মন্দকিনী স্নানে ও মেলার নির্ভিগ্ন র্শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য পর্যাপ্ত আইন শৃংঙ্খলা বহিনী দায়িত্ব পালন করেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান জানান, সনাতনী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মন্দাকিনী মেলা সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে  সার্বিক সহযোগীতা করা হয়েছে বলে উল্লেখ করেন।

Împărtășește-ți dragostea
Azh@r_news
Azh@r_news
Articole: 146

Lasă un răspuns

Adresa ta de email nu va fi publicată. Câmpurile obligatorii sunt marcate cu *

Stay informed and not overwhelmed, subscribe now!