Breaking News



Popular News



Enter your email address below and subscribe to our newsletter
সিংগাইর (মানিকগঞ্জ):
দুর্ঘটনায় আহত শিয়ালের মাংস দিয়ে ভুরিভোজ করেছে কতিপয় কিশোর। গত শনিবার (৩০ মার্চ) ইফতার পরবর্তী সময়ে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের ঝিগাতলা খাল সংলগ্ন নির্জন ভিটায় ।
এর আগে সিংগাইর-মানিকনগর সড়কের সাহরাইল গ্রামীণ কল্যান সংলগ্ন সামিউল ওয়ার্কশপের সামনে শিুক্রবার রাত ৮ টার দিকে শিয়ালটি রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের চাপায় মেরুদন্ড ভেঙ্গে রাস্তার পাশেই পড়ে থাকে। পরদিন দুপুরে কিশোররা বাত রোগের প্রতিষেধক হিসেবে জবাই শেষে ওই শিয়ালের মাংস রান্না করে ভুরিভোজ করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (৩১ মার্চ) উপজেলা আইন শৃঙ্খলা সভায় থানার ওসি জিয়ারুল ইসলাম ঘটনাটি উপস্থাপন করেন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জড়িতদের নাম ঠিকানা সংগ্রহ করতে বলেন।
এ ব্যাপারে সায়েস্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম শিয়ালের মাংস দিয়ে ভুরিভোজের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি এলাকায় গিয়ে জড়িতদের নাম ঠিকানা সংগ্রহ করে আপনাকে জানাচ্ছি।