সাদা মেঘ আর সাদা পাথরের মেলা ভোলাগঞ্জ
Share your love
রমন ক্যটাগরি : ফ্রেন্ডস এন্ড ফ্যমেলি
ভ্রমনের উপযুক্ত সময় : সারা বছর। বর্ষা আর শীতে দুটি ভিন্নরকম সৌন্দর্য্য।
যারা জাফলং, বিছানাকান্দি আর রাতারগুল যেতে যেতে বোর হয়ে গেছেন তারা চোখ বন্ধ করে চলে যেতে পারেন ভোলাগঞ্জ।
শান্ত, নারিবিলি এ স্পটটি আপনার মন কারবেই আনিন্দ সুন্দর এ স্পটটি অনেকেরই অজানা। এমনকি সিলেটের অনেক মানুষের কাছেও এই অপরূপ সুন্দর জায়গা সম্পর্কে অজ্ঞতা রয়েছে।
ফ্যামিলি অথবা বন্ধুদের নিয়ে জলদি ঘুরে আসুন ভোলাগঞ্জের সৌন্দর্য্যর ককাছে জাফলয়, বিছানাকান্দির সৌন্দূয্য ম্লান।
স্রোতস্বী, স্বচ্ছ, ঠান্ডা পানি আপনার শহুরে ক্লান্তি, অবসাদ কে নিমিশেই উধাও করে দিবে।
কিভাবে যাবেন:
==================================
সিলেটের আম্বরখানা সিএনজি ষ্টেশন থেকে যাবেন টুকেরবাজার সিএনজি ষ্টেশন, ভাড়া ১১০ টাকা। রাস্তার কাজ চলছে তাই যেতে একটু কষ্ট হবে।
নৌকার ঘাট থেকে নৌকা ঠিক কর নিবেন, ভাড়া নিবে ৮০০ থেকে ১০০০ টাকা। নৌকায় ১৫ থেকে ১৮ জন যেতে পারবেন।