Breaking News



Popular News



Enter your email address below and subscribe to our newsletter
মানিকগঞ্জে প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় এক জেলের জালে ৩২ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পরেছে বলে আন্ধারমানিক মাছ আড়ৎ সূত্রে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশাল আকৃতির কাতলা মাছটি উপজেলার পদ্মাপাড়ের আন্ধারমানিক আড়তে নিয়ে আসলে ৩২ হাজারে সেটি বিক্রি হয়েছে।
আড়তদার হৃদয় রাজবংশী ও মাছ ব্যবসায়ীরা জানান, শনিবার ভোরে ৩২ কেজি ওজনর কাতলা মাছ আন্ধারমানিক আড়তে নিয়ে আসেন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের জেলে গোবিন্দ হালদার। মাছ ব্যবসায়ী তপন রাজবংশী, নিপেন রাজবংশী ও আড়তদার সুমন রাজবংশী রাধু ১ হাজার টাকা কেজি দরে ৩২ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।
মাছ ব্যবসায়ী নৃপেন রাজবংশী জানান, “শুক্রবার মধ্য রাতে পদ্মায় গোবিন্দ হালদারের বেড় জালে মাছটি ধরা পরে। ভোরে কাতলা মাছটা আড়তে নিয়ে আসলে তারা চারজন মিলে মাছটি ক্রয় করেন।
ক্রেতা আলিম মিয়া বলেন, “পদ্মার বড় মাছ কেনা তার একটি নেশা। শনিবার ভোরে আড়তদার রাধু ফোন করে ৩২ কেজি ওজনের কাতলা মাছের কথা বললে তিনি চার ভাগের এক ভাগ তার জন্য রেখে দিতে বলেন।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, মাছের অভয়ারণ্যখ্যাত পদ্মায় বড় বড় আইর মাছ, পাঙাশ ও বোয়াল মাছ মাঝেমধ্যে ধরা পরে। শনিবার ভোরে একটি বড় কাতলা মাছ ধরা পরেছে বলে শুনেছি৷ তবে এবিষয়ে বিস্তারিত কিছু জানেন না তিনি।