Breaking News



Popular News



Enter your email address below and subscribe to our newsletter
সংবাদদাতা, নবাবগঞ্জ,ঢাকা
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৫২ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১০ টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক
এক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ শহীদুল ইসলাম বলেন, নবাবগঞ্জ উপজেলার ৩৩৭ টি কেন্দ্রে আগামী ৩০ জুন শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ৪ টি ভ্রাম্যমান টিম উপজেলার বিভিন্ন স্থানে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমে অংশ নিবে। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা সামছুল আলম খান, ডাঃ মেজবাহ উদ্দিন, বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।