Breaking News



Popular News




Enter your email address below and subscribe to our newsletter
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবীতে রাস্তায় অবরোধ করে আন্দোলনে নেমেছে বেঙ্গল স্যু ইন্ড্রাষ্টিজ লি. কারখানা শ্রমিকরা। কর্তৃপক্ষ দাবী নামানয় দুই ঘন্টাব্যাপী রাস্তা বন্ধ করে বিক্ষোভ করতে থাকে তারা। এদিকে রাস্তা বন্ধ থাকায় দীর্ঘ যানযোটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রী ও মালবাহী যানবাহন।
শনিবার সকাল ৮টায় থেকে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের রায়পুর রাখালিয়া বাজার ওই কারখানার সামনে এ অবরোধ ও বিক্ষোভ করে শ্রমিকরা। এ নিউজ লিখা পর্যন্ত শ্রমিকের অবরোধ কর্মসুচি অব্যহত রয়েছে।
এদিকে খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একই সময় স্থানীয় চেয়ারম্যান ইউসুফ জালালও ঘটনাস্থলে আসেন।
এসময় তারা কারখানার ম্যানেজার প্রশাসন সাইফুল কবির, সিনিয়র প্রডাকশন ম্যানেজার নজরুল ইসলামকে সাথে নিয়ে শ্রামিক প্রতিনিধির সাথে কথা বলেন। বৈঠকে শ্রমিকের রবিবার দুপুর ১২টার মধ্যে তাদের ব্যাংক হিসেবে এক মাসের বেতন দেয়ার আশ্বাস দেন। একই সাথে বোনাসের বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। তবে লিখিত কোন আশ্বাস না পাওয়ায় শ্রমিকরা কর্তৃপক্ষের এ আশ্বাস প্রত্যাক্ষাণ করেন।
শ্রমিক ও কর্মচারীদের সাথে কথা বলে জানায়, কারখানর শ্রমিকদের মধ্যে অনেকেরই ৬ মাস, ৩ মাস ও ২ মাসহ ওবারটাইম বকেয়া রয়েছে। বকেয়া বেতন পরিশোধ না করে হঠাৎ নোটিশ ছাড়া বিভিন্ন মাধ্যমে শনিবার সকাল ৮ থেকে ১৫ এপ্রির পযন্ত কারখানা বন্ধ করে দেয় মালিক পক্ষ। যার প্রেক্ষিতে সকালে রায়পুর বেঙ্গল সু কারখানায় তালা ঝুলতে দেখে। এতে ক্ষিপ্ত হয়ে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা।
রায়পুর থানার অফিসার ইনচার্জ ইয়াছিন ফারুক মজুমদার বলের, বকেয়া বেতন বোনাসের দাবীতে কারখার শ্রমিকরা রাস্তায় নেমে আন্দোলন করছে। কতৃপক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।
রায়পুর সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ জালাল কিসমত বলেন, কারখানা কতৃপক্ষের সাথে কথা বলে এক মাসের বেতন পরিশোধের আশ্বাস দেয়া হয়। কিন্তু শ্রমিকরা মানতে না রাজ। তবে রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসছেন। কথা বলে আশাকরি সমাধান হবে।