Breaking News



Popular News




Enter your email address below and subscribe to our newsletter
ঢাকার নবাবগঞ্জে”শিশু বান্ধব শিক্ষা,স্মার্ট বাংলাদেশের দীক্ষা”জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ সভা কক্ষে সোমবার দুপুরে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রধান অতিথি নাসির উদ্দিন আহমেদ ঝিলু বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা ও পরিকল্পনায় টেকসই উন্নয়ন অভীষ্ট অর্থাৎ প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগত মান উন্নয়নের মাধ্যমে সকল শিশুর জন্য একীভূত ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষক, কর্মকর্তা ,কর্মচারী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদ কর্মী, স্থানীয় প্রশাসন এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সহ সংশ্লিষ্ট সকলে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। নবাবগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ তিনি এজন্য সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শোল্লা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান কিসমত ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান শিকদার। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন প্রমূখ।