Breaking News



Popular News




Enter your email address below and subscribe to our newsletter
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) বেলা ১২টায় প্রাক্তন ছাত্র সমিতি মিলনায়তন থেকে স্থানীয় নিম্নআয়ের পরিবারে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল মাজেদ খন্দকার। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, উপদেষ্টা পরিষদের সদস্য শায়খুল ইসলাম খন্দকার, ডা. খন্দকার আবুল বাশার, সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য প্রয়াত দেওয়ান শামসুল আরেফিনের সন্তান প্রকৌশলী দেওয়ান শামসুল আরিফ ও ডা. শামসুল আসিফ।
সংগঠনের যুগ্ম সম্পাদক মো. আল মেরাজ-এর সঞ্চালনায় বিশেষ মেহমান ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. মো. বাবুল মিয়া ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম প্রমুখ।
প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়। একইসাথে সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার দেওয়ান শামসুল আরেফিনের মৃত্যুতে শোক প্রকাশ ও তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।