Breaking News



Popular News



Enter your email address below and subscribe to our newsletter
নিজস্ব প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কৃষকদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিস্কুল এলাকায় রবি-২০২৩-২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি কার্যালয়। সূর্য কুমার কবিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আছমা জাহান। অমিত হোসেন অন্তুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা সিমা মন্ডল, উপ-সহকারি কর্মকর্তা আক্তার হোসেনসহ অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সভায় তেল জাতীয় ফসল চাষে নিত্য-নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এর উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। একইসাথে জমিতে শষ্য বিন্যাসের পরিবর্তনের মাধ্যমে দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে পরিণত করার ব্যাপারে ধারণা দেওয়া হয়। এছাড়া ফসলের নতুন জাতের সাথেও কৃষকদের পরিচয় করানো হয়।