Breaking News



Popular News



Enter your email address below and subscribe to our newsletter
আবুল হাসেম ফকির
ঢাকার দোহারে লাইসেন্স বিহীন দুটি বেকারীতে অভিযান চালিয়ে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বান্দুরা বেকারী ও চিশতীয়া বেকারীতে এ অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান।
সোমবার (১৩মে) দুপুরে উপজেলার ইকরাশী বাজার ও জয়পাড়া থানার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে অনিবন্ধিত বেকারীতে বিএসটিআই’র সহযোগিতায় অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিপণন, অননুমোদিত রং ব্যবহার, ব্যবসা প্রতিষ্ঠানের যথাযথ লাইসেন্স না থাকা, লাইসেন্স গ্রহণ ব্যতীত বিএসটিআই’র লোগো ব্যবহার, ভোক্তাদের সাথে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বান্দুরা বেকারী এবং চিশতীয়া বেকারী নামের ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
বিএসটিআই’র পরিদর্শক সিরাজাম মুনীরা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেন এবং দোহার থানা পুলিশ অভিযানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক/পরিচালকবৃন্দকে যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স গ্রহণপূর্বক জনস্বাস্থ্য রক্ষায় সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়।
জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এবং জনস্বাস্থ্য রক্ষায় দোহার উপজেলায় ভবিষ্যতে এ ধরণের অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে বলে হুঁশিয়ার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান।