Breaking News



Popular News




Enter your email address below and subscribe to our newsletter
নিজস্ব প্রতিনিধি
ঢাকার দোহার উপজেলার মৈনটঘাট এলাকার পদ্মা নদীতে গোসল করতে নেমে জান্নাতুল নামের ১৫ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে ।
সোমবার (১৩মে) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৩মে) বিকেল পাঁচটার দিকে মৈনটঘাট এলাকার পদ্মা নদীতে গোসল করতে নামে জান্নাতুল। গোসলের এক পর্যায়ে সে পানিতে হঠাৎ ডুবে যায়। পরে স্থানীয়রা কুতুবপুর নৌ-পুলিশে খবর দেয়।
পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিখোঁজ জান্নাতুলকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির এএসআই রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।