দোহারে চেয়ারম্যান প্রার্থী ফারুক উজ্জামান ইঞ্জিনিয়ার মেহবুবকে সমর্থন জানালেন
Share your love
নিজস্ব প্রতিনিধি
ঢাকার দোহার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুক উজ্জামান(ফারুক পেশকার) অবশেষে আনুষ্ঠানিকভাবে অপর উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মেহবুব কবিরকে সমর্থন জানিয়ে উপজেলা নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন।
সোমবার বিকালে
উপজেলার মাহমুদপুর এলাকায় ফারুক উজ্জামান তার বাড়িতে বিকালে এ সভার আয়োজন করেন। এসময় তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ও দোহারবাসীর অধিকার প্রতিষ্ঠায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি ও সেই সাথে অন্যায় অনিয়মের বিরুদ্ধে লড়তে মেহবুব কবিরকে সমর্থন জানালাম। এসময় তিনি সকলকে এক সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাঠে কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মেহবুক কবির, দোহার উপজেলা আওয়ামী লীগের সাবেক বীরমুক্তিযোদ্ধা সভাপতি নজরুল ইসলাম, আলাউদ্দিন মোল্লা, সালাউদ্দিন দরানী, আবদুর রহমান আকন্দ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।