Breaking News



Popular News



Enter your email address below and subscribe to our newsletter
ময়মনসিংহের ত্রিশালে তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) বিকেলে ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে এ মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন- মা আমিনা খাতুন ওরফে বেদেনা (৪৯) ও তার দুই ছেলে হারুন মিয়া (৪৪) এবং নাঈম মিয়া (২২)। তারা উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া শিমুলিয়া গ্রামের বাসিন্দা।
ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া খবরের সত্যতা নিশ্চিত করে জানান, রোববার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ওয়ারেন্টভুক্ত আসামি আমিনা খাতুন ওরফে বেদেনাকে (৫৯) ধরতে যায় ত্রিশাল থানা পুলিশের একটি টিম।
এ সময় নারী কনস্টেবল দিয়ে আসামিকে গ্রেপ্তার করার পর আসামির দুই ছেলে হারুন মিয়া ও নাঈম মিয়া দা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে এএসআই ইসমাঈল, এএসআই গোলাম রসুল এবং এএসআই মো. রাকিবকে (৩৯) কুপিয়ে জখম করে আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ত্রিশাল থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।