Breaking News



Popular News




Enter your email address below and subscribe to our newsletter
দোহার নবাবগঞ্জ প্রতিনিধি
ঢাকা জেলা বিএনপি রোববার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নবাবগঞ্জের কলাকোপা পুকুরপাড় চত্বরে দোয়া মাহফিলের আয়োজন করে। এতে দোহার নবাবগঞ্জ, কেরানীগঞ্জ ও সাভার ধামরাইয়ের নেতাকর্মীরা অংশ নেয়।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রী সহ সাংঠনিক বেনজির আহমেদ টিটু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায়, যুবদলের কেন্দ্রীয় সহ সম্পাদক জাকির হোসেন নান্নু, ঢাকা জেলা কৃষক দলের আহবায়ক জুয়েল মোল্লা, খন্দকার আবুল কালাম, মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ প্রমুখ।
সভায় বেনজির আহমেদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশ মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার বন্দী করে গণতন্ত্রকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন করছে। তারা পালানোর পথ পাবে না। তিনি দ্রæত বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।
ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, বিএনপি চেয়ারপার্সন, গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকার বন্দী করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাঁর কিছু হলে সরকার পালানোর পথ পাবে না। তাই তাঁকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুরোধ করছি। তিনি এসময় সকল নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষের প্রতি বেগম জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চান।