Breaking News



Popular News



Enter your email address below and subscribe to our newsletter
নিজস্ব প্রতিনিধি(কক্সবাজার) প্রতিনিধি:::
কক্সবাজার টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১ লক্ষ্য ৫ হাজার ইয়াবা সহ আবুল কালাম (৩৬) নামে এক মাদক পাচারকারী কে আটক করেছে।
১০ মে (শুক্রবার) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বাহারছড়া ঘাট হয়ে কক্সবাজারে মাদকের একটি বড় চালান পাচার হবে।
উক্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি আভিযানিক দল ছদ্মবেশে বাহারছড়া ঘাটের বিভিন্ন স্থানে অবস্থান করে। একপর্যায়ে ভোরে সাবরাং ইউনিয়ন বাহারছড়া ঘাটে সমুদ্র হতে আগত একটি ফিশিং বোট হতে সন্দেহজনক ১ জন ব্যক্তিকে নামতে দেখা যায়। কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে বোটটি পুনরায় সমুদ্রের দিকে চলে যায় এবং নেমে যাওয়া ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে তল্লাশী করে ১ লক্ষ্য ৫ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের কচুবুনিয়া এলাকার আব্দুস সালাম এর পুত্র আবুল কালাম (৩৬) কে আটক করতে সক্ষম হয়।
ইয়াবা ও আটককৃত ব্যক্তি কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এই তথ্য নিশ্চিত করেন, লেফটেন্যান্ট কমান্ডার মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি।