Breaking News



Popular News



Enter your email address below and subscribe to our newsletter
নিজস্ব প্রতিবেদন
চট্টগ্রামের কর্ণফুলী এলকায় এস আলম গ্রুপের তেলের মিলে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটের দিকে মইজ্জারটেক এলাকায় অবস্থিত মিলের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলের ১০ ফুট দূরত্বেই তেলের মজুত ছিল।
ফায়ার সার্ভিস জানায়, কর্ণফুলী, লামারবাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, মইজ্জারটেক এলাকায় অবস্থিত এস আলম ভেজিটেবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই সকাল ৮টা ২৫ মিনিটের দিকে। প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আরও পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়। অবশেষে সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। কোনো হতাহত নেই। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে তিনি জানান।