Enter your email address below and subscribe to our newsletter

দাউদকান্দিতে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার

Share your love

দাউদকান্দি(কুমিল্লা) প্রতিনিধি: জাকির হোসেন হাজারী:
কুমিল্লার দাউদকান্দিতে ভাড়া বাসা থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী মুজিব মিয়ার বাড়ী থেকে আমিনুল ইসলাম(৪৫) ও তার স্ত্রী মালেকা বেগম(৪০) মরদেহ উদ্ধার করা হয়। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আমিনুল ইসলাম তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের আব্দুল মান্নান মুন্সির ছেলে। মালেকা বেগম বুড়িচং উপজেলার ছাদবপুর গ্রামের নোয়াব মিয়ার মেয়ে। মালেকা বেগম তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা (নার্স) পদে কর্মরত বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন।

Mushfiq_ad

স্থানীয় সূত্র বলছে, তাদের দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে এবং উভয়েরই পূর্বের সংসারে সন্তান রয়েছে।

বাড়ীর মালিক প্রবাসী মুজিবুর রহমানের স্ত্রী নার্গিস বেগম জানান, ছয় মাস আগে আমিনুল ইসলাম ও মালেকা বেগম স্বামী স্ত্রী পরিচয়ে আমাদের বিল্ডিংয়ে সাবলেটে একটি রুম ভাড়া নেয়। তারা সপ্তাহে প্রতি বৃহস্পতিবার বিকালে আসতো, আবার শনিবার চলে যেত। গতকাল এসে রুমে যাওয়ার পর থেকে আজ( শুক্রবার) সন্ধ্যা পর্যন্ত দরজা খুলেনি। পরে লোকজনকে জানালে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে তাদের মৃত অবস্থায় দেখতে পায়।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামী স্ত্রী দুজনের মরদেহ খাটের উপর শোয়া অবস্থায় ছিল। আজ শনিবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ।

Share your love
Azh@r_news
Azh@r_news
Articles: 146

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay informed and not overwhelmed, subscribe now!