Enter your email address below and subscribe to our newsletter

Harbaria Eco Tourism

হরিণবাড়িয়া ইকো ট্যুরিজম পার্ক

Share your love

অবস্থান : বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার লালদিয়া সংরক্ষিত বনাঞ্চলকে ঘিরে গড়ে উঠছে হরিণবাড়িয়া পর্যটনকেন্দ্র । বিষখালী নদীপাড়ের বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত।
ভ্রমন ক্যাটাগরি : ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি
ভ্রমনে উপযুক্ত সময় : সারা বছর।
প্রকৃতির সৌন্দর্য পিপাসু পর্যটকরা একটু প্রশান্তি পেতে ঘুরে বেড়ান এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সেই মানুষদের জন্যই অপেক্ষা করে আছে বরগুনার হরিণবাড়িয়া ইকো ট্যুরিজম পার্ক।
ম্যানগ্রোভ বন, পাখির কলরব, ঝাউবন আর সমুদ্রের গর্জন সবমিলে প্রকৃতির এক অপরূপ সৃষ্টি এই পার্ক। পর্যটকরা এখানে এলে পাবেন সুন্দরবন দেখার আনন্দও।
বরগুনা জেলা সদর থেকে নৌ অথবা সড়ক পথে এক ঘণ্টার পথ দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হরিণবাড়িয়া ইকো ট্যুরিজম পার্ক। দূরে বঙ্গোপসাগর, সঙ্গে সংরক্ষিত ম্যানগ্রোভ অঞ্চল যেন হাতছানি দিয়ে কাছে ডাকে প্রতিনিয়ত।
গভরি বনরে সৌন্দর্য উপভোগ করা জন্য রয়ছ কাঠরে তরৈি সাড়ে তনি কলিোমটিার দীর্ঘ ট্রেল আর খালের ওপর বেইলি ব্রীজ পার্কের সৌন্দর্যকে বাড়িয়েছে আরো বহুগুণ। ইচ্ছে হলে সুউচ্চ ওয়াচ টাওয়ারে বসেও উপভোগ করা যাবে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
পটুয়াখালি বন বিভাগের রেঞ্জ অফিসার সোলায়মান হাওলাদার জানান, এখানে আসলে ভ্রমণ পিয়াসীরা বন এবং সাগরের সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন। বইয়ে পড়া বর্ণনার বাস্তব উদাহরণও পাবেন।
যেভাবে যেতে হবে : ========================
ঢাকা হতে সড়ক ও নৌ উভয় পথেই বরগুনা যাওয়া যায়। ঢাকার গাবতলী ও সায়েদাবাদ থেকে বিভিন্ন পরিবহন সকাল এবং রাতে উভয় সময় ছেড়ে যায়। আপনি চাইলে নদী পথেও বরগুনা যেতে পারেন। ঢাকার সদরঘাট নদীবন্দর থেকে প্রতিদিন সন্ধ্যায় লঞ্চ ছেড়ে যায় বরগুনার উদ্দেশ্যে। বরগুনা থেকে পাথরঘাটা হয়ে হরিণবাড়িয়া ইকো ট্যুরিজম পার্ক।
থাকা খাওয়া :========================
পাথরঘাটায় ভাল মানের থাকা খাওয়ার ব্যবস্থ্যা নেই তবে মাঝারি মানের খাবার হোটেলগুলোতে নানা পদের সামদ্রিক মাছের তরকারি পাওয়া যায়।
Share your love
Azh@r_news
Azh@r_news
Articles: 116

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay informed and not overwhelmed, subscribe now!