Breaking News



Popular News




Enter your email address below and subscribe to our newsletter
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ মাজেদা বেগম (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা।
শনিবার (২৩ মার্চ) গভীর রাতে সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাজেদার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মাজেদা কুমিল্লা জেলার সদর থানার লালনগর গ্রামের মো. জয়নাল আবেদীনের স্ত্রী। র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম জে সোহেল এই তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাজেদা বেগম পেশায় একজন মাদক কারবারি। বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল এই মহিলা। পরে সিরাজদিখান থানায় তাকে হস্তান্তর করা হয়। এ সময় তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।