Breaking News



Popular News



Enter your email address below and subscribe to our newsletter
নবাবগঞ্জ প্রতিনিধি
বেপরোয়া গতিতে চালানো মটর সাইকেল নিয়ে নবাবগঞ্জের শোল্লা খতিয়া ব্রিজ পার হওয়ার সময় মুখোমুখি সংর্ঘষে ১ যুবকের মৃত্যু হয় আরেক জন আহত হয়েছে। বৃহষ্পতিবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. রিফাত(১৬)। সে পূর্ব মেলেং গ্রামের রিপন হোসেনের ছেলে। বাবা প্রবাসে থাকে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টা দিকে খতিয়া ব্রিজ পার হয়ে নবাবগঞ্জ আসতেছিলো রিফাত ও তাঁর বন্ধু আহত তামিম(১৭)। এসময় বিপরীত দিক থেকে আসা আর একটি মটর সাইকেল ব্রিজ পার হয়ে রূপার চরের দিকে যাচ্ছিলো। এতে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায় রিফাত। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক মারুফ হাসান মৃত ঘোষনা করে।
এসময় মোটর সাইকেল আরোহী রিফাতের বন্ধু তামিমও মারত্মকভাবে আহত হয়। তাঁর হাত ও পা ভেঙ্গে যায়। তামিম নবাবগঞ্জের মদন মহনপুর গ্রামের নুর ইসলামের ছেলে। তামিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে করেছে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক।
এবিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মোঃ শাহজালাল বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে কেউ থানায় লিখিতভাবে জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।