Breaking News



Popular News




Enter your email address below and subscribe to our newsletter
বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ে চলতি মাসে দুবার বাংলাদেশের মুখোমুখি হবে ফিলিস্তিন। ম্যাচ দুটির জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন হেড কোচ মাকরাম দাবুব।
ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে আগামী ২১ মার্চ হোম ম্যাচটি কুয়েতের জাবের আল আহমেদ স্টেডিয়ামে খেলবে ফিলিস্তিন। এরপর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন বসুন্ধরা কিংস অ্যারেনায় তাদের আথিত্য দেব বাংলাদেশ।
ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ এর আগে ছয়বার মুখোমুখি হয়েছে। যদিও অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। ২০০৬ সালে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করলেও পরের পাঁচ ম্যাচের প্রতিটিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিকারীরা।
২৫ জনের ফিলিস্তিনের দলে নতুন মুখ তিন জন। দুই বছর পর দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ ফরোয়ার্ড মোহাম্মদ ঈদকে।
ফিলিস্তিন দল
গোলরক্ষক: রামি হামাদি, বারা খারোব, মাহদি আসি।
ডিফেন্ডার: মুসাব আল বাত্তাত, মুসা ফারাউয়ি, ইয়াসির হামিদ মেয়র, এল মেহদি ইসা, সামির জন্দি, মোহামেদ খলিল, কামিলো সালদানা, মোহামেদ সালাহ, মিশেল তেরমানিনি।
মিডফিল্ডার: মাহমুদ আবু ওয়ার্দা, ওদাই খারোব, আমিদ মহাজনা, মোহামেদ রশিদ, আমিদ সোয়াফতা, সামির জুবাইদা।
ফরোয়ার্ড: আনাস বানিয়োদা, ইসলাম বাতরান, ওদে দাব্বাঘ, আলা আলাদিন হাসান, মাহমুদ ঈদ, শিহাব কুনবার, জাইদ কুনবার।