Enter your email address below and subscribe to our newsletter

ফাঁকা ভোটকেন্দ্র: অলস সময় কাটাচ্ছে ভোট কেন্দ্রের দ্বায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ওআইনশৃঙ্খলা বাহিনী

Share your love

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে দোহার নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি খুব বেশি না থাকায় ভোট গ্রহণে ধীরগতি লক্ষ করা গেছে।

নবাবগঞ্জ উপেজেলা সদর এলাকার একটি ভোট কেন্দ্রে এক ঘণ্টায় ২০ টি ভোট পড়েছে। এই কেন্দ্রে নারী-পুরুষসহ মোট ভোটার তিন হাজার চারশত ৪২ জন। আপরদিকে নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের হরিস্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে- মোট ভোটার ২৮১৯ জন , এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা-১৪০৪ জন ও পুরুষ ভোটার ১৪ ১৫ জন। এই কেন্দ্রে সকাল ৮ টা থেকে বেলা ১২ পর্যন্ত ১৯২ টি ভোট পড়েছে বলে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা মো. সজিববুজ্জামান গনমাধ্যমকে নিশ্চিত করেন। এছাড়া নবাবগঞ্জ উপেজেলার সাদাপুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিরকান্দা প্রাথমিক বিদ্যালয়ে ভোটার উপস্থিতি ছিলো খুবই কম। এছাড়া নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নের একাধিক ভোট কেন্দ্র দুপুর ১২ ৩০ মিনিট পর্যন্ত ঘুরে দেখা যায় ভোটার উপস্থিতি খুবই কম। ফলে এসব কেন্দ্রে ভোট গ্রহনের কাজে নিয়োজিত কর্মকর্তাসহ প্রার্থীদের

এজেন্ট, ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিতআনসার, আনসার ভিডিপি, পুলিশ অলস সময় কাটাচ্ছেন।
এদিকে নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-১০ এর টিম, বিজিবি, ব্যাটালিয়ান আনসার, আনসার ভিডিপি, পুলিশ, স্ট্রাইকিং ফোর্স এবং ১ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।

নবাবগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন। ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ৩ লাখ ৬৫ হাজার ২ শ ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৪ হাজার ৩৩২ জন। নারী- ১লাখ ৫২ হাজার ৩৯৫ জন। মোট ভোট কেন্দ্র-১১০, কক্ষ প্রিজাইডিং কর্মকর্তা-১২১ জন সহকারী-৮২৫, পুলিং এজেন্ট-১৬৫০।
অপরদিকে দোহার উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ২ জন। দোহার উপজেলার বিলাশপুর রাইপাড়া ,মাহমুদপুরসহ আরো বেশ কিছু এলাকায় ভোটার উপস্থিতি ছিলো চোখের পড়ার মতো। বিশেষ করে মাহমুদপুর ও বিলাসপুরে মহিলা ভোটার উপস্থিতি ছিলে বেশ।

Share your love
Sader Bhulo
Sader Bhulo
Articles: 174

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay informed and not overwhelmed, subscribe now!