নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন আরিফুর রহমান সিকদার
Share your love
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে এবার প্রার্থী হচ্ছেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আরিফুর রহমান সিকদার। ফলে উপজেলা নির্বাচনকে সামনে রেখে অন্যান্য সম্ভাব্য চেয়ারম্যান নড়েচড়ে বসেছেন।
দলীয় সূত্র জানায়, উপজেলার পশ্চিম অঞ্চলখ্যাত শিকারীপাড়া, নয়নশ্রী ,বারুয়াখালী ও জয়কৃষ্ণপুর ইউনিয়নের জনসাধারণ নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিকদার পক্ষে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, টুইটার, টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালাতে শুরু করেছেন।
এছাড়া হাট-বাজার, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানেও চলছে নানা আলোচনা। ফলে প্রচার প্রচারণায় চেয়ারম্যান পদে প্রকৌশলী আরিফুর রহমান সিকদার অনেকটাই এগিয়ে আছেন বলে জানান বারুয়াখালী ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মো. নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক খোকন ব্যাপারী।তারা আরো বলেন,সময় এসেছে মানুষ এখন ভীষণভাবে পরিবর্তন চায় এবং তারা যোগ্য এবং পরিষ্কার ইমেজের প্রার্থী চায় আরিফ ভাই একজন ক্লিন ইমেজের মানুষ। আমরা মনেকরি তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে ব্যাপক উন্নয়ন হবে।
অপরদিকে বারুয়াখালী ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগ নেতা মো. সোহেল বলেন আরিফুর রহমান সিকদারের নামে কোন দুর্নীতির অভিযোগ নেই। পেশী শক্তির মাধ্যমে প্রভাব বিস্তার করেনি কখনো। তাই দল মত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষের কাছে আরিফুর রহমান একজন গ্রহযোগ্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী।
সরেজমিনে কথা হয় বারুয়াখালী ইউনিয়নের কাউনিয়াকান্দি গ্রামের গৃহবধু সোমা বেগম(৩৮) বলেন নানা দুষ্কর্মের বদনাম আছে এমন কেউ যেন উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত না হয় তার জন্য আমরা এবার পশ্চিম অঞ্চলের মানুষ আরিফ ভাইয়ের পক্ষে কাজ করবো ইনশাল্লাহ।
অপরদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আরিফুর রহমান সিকদার জানান, দোহার ও নবাবগঞ্জের মাননীয় সাংসদ প্রধানমন্ত্রীর শিল্প ও বিণিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি মহোদয়ের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। এছাড়া বেশ কিছু মেগাপ্রকল্পের কাজও চলছে। আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে মাননীয় এমপি মহোদয়ের পাশে থেকে এই এলাকার জনগনের সেবা করতে চাই। আশাকরি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জনগন আমাকে সেই সুযোগ করে দিবে।