Breaking News



Popular News



Enter your email address below and subscribe to our newsletter
সংবাদদাতা,নবাবগঞ্জ,ঢাকা.
ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আন্তজেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে দোহার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ সূত্র জানায়, গত ৪ মে রাতে নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের বড় গোল্লা এলাকায় চার্লস জনি ত্রæজ(৩৯) এর বসত বাড়িতে ডাকাতি সংঘটিত করে। পরবর্তী সময়ে চার্লস জনির করার মামলার ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশ বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যাবহার করে, ওই ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে। এসময় ডাকাতি কাজে ব্যবহারকৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
আটককৃত ডাকাত চক্রের ৫ সদস্যরা হলেন, ফরিদপুর জেলার সালথা থানার সুরুপদিয়া এলাকার মোঃ ইউসুফ মাতবরের ছেলে মোঃ শফিকুল ইসলাম(২০) খলিল শেখের ছেলে সুমন শেখ(২৩) মোঃ ওহাব শেখের ছেলে বাবুল শেখ(৩৬) রশিদ মাতবরের ছেলে সৈয়দ আলী মাতবর(২৭) মোঃ খোরশেদ মাতবরের স্ত্রী কমলা বেগম(৫৫)। গ্রেফকৃত বাবুল শেখের বিরুদ্ধে ফরিদপুর জেলার সালথা থানায় মামলা আছে।
দোহার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম এ বিষয়ে বলেন, আটককৃত ডাকাতগণ একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। এরা দিনের বেলা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকেন। রাতে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে বলে পুলিশ তথ্য পেয়েছে। সংবাদ সম্মেলনে নবাবগঞ্জ থানার ওসি মোঃ শাহ জালাল, উপ-পরিদর্শক অজিত কুমার রায় উপস্থিত ছিলেন।