নবাবগঞ্জে ছাত্র লীগের আয়োজনে অবস্থান কর্মসূচি
Share your love
দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা চলমান কোঠা আন্দোলনের নামে নৈরাজ্য অরাজগতা তৈরীর প্রতিবাদে বুধবার দুপুর ১২ টা পর্যন্ত ঢাকার নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র লীগের আয়োজনে অবস্থান কর্মসূচিসহ পথ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান কিসমত সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিকদার বলেন, দেশের সূর্যসন্তান আমাদের প্রিয় মুক্তিযোদ্ধাগন। বঙ্গবন্ধুর নেতৃত্বে বীর বাঙ্গালী সেদিন অস্ত্রহাতে যুদ্ধ করেছিলো স্বাধীনতার জন্য পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদরদের বিরুদ্ধে।
কিন্তু দুঃখের বিষয় দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা চলমান কোঠা আন্দোলনের নামে এখন দেশ বিরোধী চক্র তথা বিএনপি,জামাত রাজাকারদের পক্ষ অবলম্বন করে আন্দোলনের নামে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার পায়তারা করছে। আমরা আজকের এই অবস্থান কর্মসূচিতে রাজাকারদের পক্ষ অবলম্বনকারী কথিত স্লোগানধারী শিক্ষার্থীদের বিচারের দাবি জানাই। আমরা এই সভাতে বলতে চাই এই দেশে কোন অপশক্তির পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের সকল উন্নয়ন কর্মকান্ড চলমান থাকবে ইনশাল্লাহ।
উপজেলা ছাত্র লীগ সভাপতি মোঃ সম্রাট সাধারন সম্পাদক সোহানুর রহমান সোহান, দোহার নবাবগঞ্জ কলেজ ছাত্র লীগ সভাপতি দিপ্ত দেওয়ান ও সাধারন সম্পাদক মোঃ নাসিরসহ উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি মোঃ সকিল মোল্লার নেতৃত্বে বিপলু সংখ্যক ছাত্র লীগ নেতাকর্মী অবস্থান কর্মসূচিতে অংশগ্রহন করে। এসময় নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক, মৎসজীবি লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যােয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।