Enter your email address below and subscribe to our newsletter

নকল তার-ভেজাল পণ্য: ৯ প্রতিষ্ঠানকে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা

Share your love

রাজধানী ঢাকার সূত্রাপুর শ্যামপুর ও কেরাণীগঞ্জে এলাকায় ভেজাল ও নকল শিশু খাদ্য পণ্য- অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার বিরোধী অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার দিনব্যাপী র‌্যাব-১০।

অভিযানে অনুমোদনহীন ভেজাল শিশু খাদ্য পণ্য, নকল বৈদ্যুতিক পণ্য-উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে- ৯টি প্রতিষ্ঠানকে ৩৭ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এম. জে. সোহেল এ তথ্য জানান।

তিনি বলেন, এসময় ভ্রাম্যমানের ম্যাজিষ্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম নিম্ন প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করা হয়।প্রতিষ্ঠানগুলো হচ্ছে এক্সপোলিংক রিসোর্সেস লিমিটেড’কে (পাঁচ লক্ষ) টাকা, তানিয়া ক্যাবলস্’কে (পাঁচ লক্ষ) টাকা।

সুপার সাইন ইন্ড্রাস্ট্রিজ (ইলেট্রিক্যাল) (দশ লক্ষ) টাকা, বাঁধন ইলেক্ট্রনিক্স লিমিটেড’কে (পাঁচ লক্ষ) টাকা, বাবু স্টোর’কে (দুই লক্ষ) টাকা, ইআরবি ক্যাবলস্’কে (দুই লক্ষ) টাকা, এ আর কনজিউমার লিমিটেড’কে (দুই লক্ষ) টাকা, বি.কে.কে পলিমার এন্ড মেটাল’কে (পাঁচ লক্ষ) টাকা।

 

 

 

তাহসিন মার্কেটিং’কে (এক লক্ষ) টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোট আনুমানিক ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা ভেজাল শিশু খাদ্য অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বাজারজাত এবং অবৈধভাবে চাল মজুদ করে আসছিল।

Share your love
Azh@r_news
Azh@r_news
Articles: 146

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay informed and not overwhelmed, subscribe now!