Enter your email address below and subscribe to our newsletter

দোহার নবাবগঞ্জে উপজেলা নির্বাচনঃ শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে গণনা

Share your love

নিজস্ব প্রতিনিধি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ শান্তিপূর্ণ শেষ হয়েছে । বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ৪ পর্যন্ত দোহার নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। সকালে ভোটার উপস্থিতি খুব বেশি না থাকায় ভোট গ্রহণে ধীরগতি লক্ষ করা গেছে।

তবে ভোটার উপস্থিতি ছিল স্বাভাবিকের চেয়ে কম। সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়তে থাকে। এদিকে নির্বিঘ্নে ভোট দিতে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল কড়া নজরদারীতে। শেষ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নবাবগঞ্জের ১১০টি ও দোহারের ৭৮টি মোট ১৮৪টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এ দুই উপজেলায় মোট ভোটার ৫ লাখ ১৩ হাজার ৬০৫। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৪৪৫ এবং মহিলা ভোটার ২ লাখ ৫৪ হাজার ১৫৭ জন। এ ছাড়াও তৃতীয় লিঙ্গের তিনজন ভোটার রয়েছেন। নির্বাচনে

দোহার উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া নবাবগঞ্জে উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ২ জন ভাইস চেয়ারম্যান ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Share your love
Sader Bhulo
Sader Bhulo
Articles: 174

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay informed and not overwhelmed, subscribe now!