দোহার নবাবগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে ৬ প্রার্থী প্রতিক পেলেন
Share your love
নিজস্ব প্রতিবেদন
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ৬ চেয়ারম্যান প্রার্থীকে তাদের নির্বাচনী প্রতিক দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন অফিস কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
নবাবগঞ্জ দোহার নির্বাচন অফিস সূত্র জানায়, চেয়ারম্যান পদে দোহার উপজেলা আওয়ামী লীগ সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু পেয়েছেন আনারস প্রতিক পেয়েছেন। এছাড়া দোহার উপজেলার অপর চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মেহবুব কবির ও নবাবগঞ্জের চেয়ারম্যান প্রার্থী মুফতি শেখ বোরহান পেয়েছেন মোটর সাইকেল প্রতিক। কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবাবগঞ্জের চেয়ারম্যান প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন দোয়াত কলম,নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ বাবুল মিয়া ঘোড়া প্রতিক।
উল্লেখ্য যে, গত সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেন চেয়ারম্যান প্রার্থীরা। যাচাই শেষে ১৭ এপ্রিল চুরান্তভাবে মনোনয়নপত্র বৈধ হয় ৮ চেয়ারম্যান প্রার্থীর। ২২ এপ্রিল নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন চেয়ারম্যান পদে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। অপরদিকে একই দিন দোহার উপজেলার চেয়ারম্যান প্রার্থী এ.এইচ.এম ফারুক উজ্জামান তার নিজ বাড়ি দোহারের মাহমুদপুরে সভা করে অপর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মেহবুব কবিরকে সমর্থন করে তার মনোনয়ন পত্র প্রত্যার করেন