Breaking News



Popular News



Enter your email address below and subscribe to our newsletter
রাস্তায় পথচারী ও রিকসা চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে দোহার উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল। তাঁরা তিন শতাধিক রিকসাচালক ও পথচারীদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন। শনিবার বিকেলে উপজেলার লটাখোলা করম আলীর মোড়ে বিতরণকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। পুরো রমজান মাস জুড়ে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে জানান সংগঠনের নেতাকর্মীরা।
দোহার উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বিকাশ সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা খলিলুর রহমান ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল বেপারীর সার্বিক তত্বাবধায়নে ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। চাল ডাল তেলসহ প্রায় ১০কেজি ওজনের প্রতিটি ব্যাগ ভর্তি ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কাছে থেকে ইফতার সামগ্রী বিতরণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছে। দোহার নবাবগঞ্জসহ ঢাকা জেলার প্রতিটি উপজেলা ও সাংগঠনিক ইউনিটকে এ কাজ করতে হবে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে থাকায় স্বল্প আয়ের মানুষের কষ্ট হচ্ছে। তাঁদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তবে এ দায়িত্ব পালন করতে গিয়ে যাতে কেউ ব্যবসায়ী সাধারণ মানুষের কাছে টাকা না চায় সে বিষয়ে সর্তক থাকতে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দীয় কমিটির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান বানী।
দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়া, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান, এ্যাডভোকেট আতিকুর রহমান সোহান প্রমুখ।