দোহারে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
Share your love
দোহার (ঢাকা) প্রতিনিধি
সোমবার দোহারে আসন্ন ’উপজেলা পরিষদ’ সাধারণ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে হলেন- মো.মেহবুব কবির,এ এইচ এম ফারুক উজ্জামান, মো.আলমগীর হোসেন। ভাইস চেয়ারম্যান পদে- সুজাহার বেপারী, শেখ সালাহ উদ্দিন, গিয়াস উদ্দিন সোহাগ, ওহাব বেপারী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে- আছমা আক্তার, মিতু চৌধুরী, শামীমা ইসলাম বিথী।
নির্বাচন কমিশন এবার প্রার্থীদের মনোনয়নপত্র অনলাইনে দাখিল বাধ্যতামুলক করেছে। রিটানিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।এরমধ্যে দোহার উপজেলা রয়েছে।
তপসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল।মনোনয়ন বাছাই ১৭ এপ্রিল,রিটানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল,আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল,প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতিক বরাদ্ধ ২৩ এপ্রিল। আর ভোটগ্রহন ৮ মে অনুষ্ঠিত হবে।