Breaking News



Popular News



Enter your email address below and subscribe to our newsletter
জয়পুরহাটের কৃতিসন্তান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকিয়া সুলতানা প্রতিমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জয়পুরহাটে বঙ্গবন্ধুর, শহীদ মিনার ও স্মৃতিসৌধে প্রতিকৃতিতে ফুলের বেদি দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
মঙ্গলবার ( ৬ এপ্রিল ২০২৪ ) সকাল ১০ টায় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে পুষ্প অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বাম্মী আজিজ সাজ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাবিনা চৌধুরী সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
এছাড়াও প্রতিমন্ত্রীকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা ও জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন।