গণমানুষের পাশে থেকে কাজ করতে হবে নাসির উদ্দীন আহমেদ
Share your love
নিজস্ব প্রতিবেদক:
শুধু নিজে ভালো থাকলেই হবে না, দেশ সমাজ ও গণমানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে হবে আশপাশের লোকদেরও ভালো রাখতে হবে। তবেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বির্ণিমানের কার্যক্রম এগিয়ে যাবে।
নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু উপজেলা পরিষদ কার্যালয়ে একুশের কন্ঠ পত্রিকাকে এ কথা বলেন। নবাবগঞ্জ উপজেলার উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে পূণরায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আগামী নির্বাচন ভোট যুদ্ধে অংশ নিবেন এমনটাই জানিয়েছেন তিনি।
জানা যায়, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু ইতিমধ্যে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার দায়িত্ব থেকে কাজ করেছি। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা শক্তিশালী, আধুনিক ও উন্নত হলেই আমাদের শিক্ষা ব্যবস্থার মান উন্নত হবে। আর এটা হলেই শিক্ষায় বাংলাদেশ এগিয়ে যাবে বলে মনে করেন তিনি। নাসির উদ্দিন ঝিলু একুশের কন্ঠকে আরো বলেন, নবাবগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার শক্তিশালী একটা অবস্থান তৈরি করতে শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা,মৌলিক শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলার বিষয়ে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করে যাচ্ছেন। এ ধারা অব্যাহত থাকলে নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষায় বাংলাদেশের রোল মডেল হবে বলে বিশ্বাস করেন তিনি।
আগামী উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু বলেন, আমাদের সকলের প্রিয় মানুষ
দোহার ও নবাবগঞ্জের মাননীয় সাংসদ প্রধানমন্ত্রীর শিল্প ও বিণিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি মহোদয়ের নেতৃত্বে আমাদের এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। এছাড়া বেশ কিছু বৃহত্তম মেগাপ্রকল্পের কাজও চলছে। মাননীয় এমপি সালমান ফজলুর রহমানের পাশে থেকে তার সহযোগীতায় এই এলাকার জনগনের সেবা করতে চাই। আশাকরি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে পূণরায় উপজেলা চেয়ারম্যান পদে আমাকে নির্বাচিত করে জনগন এই এলাকার উন্নয়ন কর্মকান্ডে অংশ নেওয়ার সুযোগ করে দিবেন।
এসময় নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু বর্তমান সরকারে সময়ে মাননীয় সাংসদ প্রধানমন্ত্রীর শিল্প ও বিণিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি মহোদয়ের উদ্যোগে উপজেলা পরিষদের তত্বাবধায়নে বিভিন্ন সড়ক, সেতু, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন, বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ, উপজেলা ও ইউনিয়নের সড়ক প্রশস্ত করন, ও শক্তিশালী করণ, মুক্তিযোদ্ধাদেও জন্য নির্মিত বীর নিবাস, মুক্তিযোদ্ধার ্্ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ যাদুঘর নির্মাণ বিষয়ক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের তথ্য জানান। তিনি বলেন আগামীতে জনগন সুযোগ করে দিলে প্রধানমন্ত্রীর শিল্প ও বিণিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি মহোদয়ের সহযোগীতায় এই উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তর করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
অপরদিকে উপজেলা নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, টুইটার, টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালাতে শুরু হয়েছে। সেই দিক থেকে নাসির উদ্দিন ঝিলুর কর্মী সমর্থকগণ ও পিছিয়ে নেই। এছাড়া হাট-বাজার, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানেও চলছে নির্বাচনকে সামনে রেখে নানা আলোচনা সমালোচনা। যন্ত্রাইল ইউনিয়ন কৃষক লীগ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বলেন, নাসির উদ্দিন আহমেদ ঝিলু নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সেই সময় তিনি আওয়ামী লীগকে যেমন সুসংগঠিত করেছিলেন ঠিক তেমনি ভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি আমাদের এমপি মহোদয়ের পাশে থেকে নবাবগঞ্জ উপজেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছেন। আগামী নির্বাচনে ভোটারগণ অবশ্যই পাশে থাকবে বলে মনে করেন তিনি।
এছাড়া বর্তমান উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু দোহার নবাবগঞ্জে একজন মিষ্টিভাষী ,সৎ মানুষ হিসেবে দল , মত সকল মানুষের কাছে প্রিয় একজন মানুষ। তার বিরুদ্ধেদুর্নীতির ও পেশী শক্তি ব্যবহাওে কোন অভিযোগও নেই। ক্লিন ইমেজের মানুষ হিসেবে তার বিকল্প নেই।