Breaking News



Popular News











Enter your email address below and subscribe to our newsletter

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে পুকুরে ডুবে হাদিদ (৩) ও আল আমিন (.৪) সামে একই পরিরের দুই শিশুন মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত হাদীদ ইউনিয়নের বড় বেতুয়া এলাকার ইয়াছিনের পুত্র এবং আল আমিন একই পরিবারের নাজিমের পুত্র।
মঙ্গলবার ( ৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২ দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, প্রতিদিনের মতো হাদীদ এবং আল আমিন বসত পাশের পুকুর পাড়ে খেলতে যায়।
পরিবারের লোকজন দীর্ঘ সময় খোঁজাখুজি করে না পেয়ে পুকুরে খুঁজতে থাকেন। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পাওযা যায়।
প্রতিবেশীরা মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন একই পরিবারের দুই শিশুর মৃত্যতে এলকায় শোকের ছায়া নেমে এসেছে।