Breaking News



Popular News









Enter your email address below and subscribe to our newsletter

নিজস্ব প্রতিনিধি
এবারের শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের কাছে হেরেছেন নিপুণের প্যানেল। তার এই হারে বেশ খুশি হয়েছেন চিত্রনায়িকা মুনমুন।
গত বারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনাকাঙ্খিত এক ঘটনার সাক্ষী হয়েছিলেন চিত্রনায়িকা মুনমুন। নির্বাচনের দিনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খানের সঙ্গে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিষয়টি নিয়ে জায়েদের প্রতিদ্বন্দী প্রার্থী চিত্রনায়িকা নিপুণের পক্ষ থেকে অভিযোগ ওঠে, জায়েদ খানের কাছ থেকে টাকা নিয়ে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে ভরেছেন এই অভিনেত্রী। যা নিয়ে সেসময় কম আলোচনার সৃষ্টি হয়নি।
যদিও মুনমুনের দাবি ছিল, নির্বাচনের দিন জায়েদ খানের সঙ্গে কুশল বিনিময়ের সময় ভ্যানিটি ব্যাগের মধ্যে টাকা নয়, নিজের ব্যবহৃত কালো মাস্কটি রেখেছিলেন তিনি। তবুও অভিযোগ থেকে রেহাই পাননি। ‘টাকা নেওয়ার’ অভিযোগে অসম্মানিত হতে হয়েছে অভিনেত্রীকে।
যে ক্ষোভ আর অভিমানে এবার আর শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেননি মুনমুন। তবুও নিপুণদের হারে বেশ খুশি হয়েছেন তিনি।
এ বিষয়ে অভিনেত্রী বলেন, আমি যে লজ্জা পেয়েছিলাম সে লজ্জায় এবার ইলেকশনে ভোট দিতে যাইনি। আমাকে শুধু অপদস্থ নয়, তাদের (নিপুণ) লোক দিয়ে আমার নামে ভিডিও বানিয়েও অনেকভাবে অপদস্থ করেছিল। সেজন্য দুই বছর ধরে এফডিসিতে পা রাখছি না।
যোগ করে এই অভিনেত্রী বলেন, ‘নির্বাচন হচ্ছে শিল্পীদের মিলনমেলা। দুই বছর পরপর প্রিয় সহকর্মীদের সঙ্গে দেখা হয়। আনন্দ-আড্ডায় কাটে দিনটি। কিন্তু গত দুই বছর যে নোংরামি হয়েছে এবার তার জবাব দিয়েছেন সাধারণ শিল্পীরা। শিল্পী সমিতি পেয়েছে যোগ্য নেতৃত্ব। মিশা-ডিপজল ভাই সহ তাদের কমিটির জয়ে আমি খুবই আনন্দিত। ঈদের চেয়েও বেশি খুশি লাগছে।’
উল্লেখ্য, ১৯৯৬ সালে ‘মৌমাছি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন মুনমুন। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। সর্বশেষ তাকে ‘রাগী’ সিনেমায় দেখা যায়।