Breaking News



Popular News









Enter your email address below and subscribe to our newsletter

দোহার নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় মঙ্গলবার দুপুর ১২ টায় তরি বাড়ৈ(৬) নামে এক শিশু কন্যাকে পিটিয়ে হত্যা করা হয় বলে মৃত তরি বাড়ৈ এর স্বজনরা জানিয়েছে। হত্যাকান্ডে জড়িত আবু সাদ(১২) হত্যার দায় পুলিশের কাছে স্বীকার করেছেন।
মৃত শিশু তরি বাড়ৈ উপজেলার দক্ষিণ শোল্লা চন্দ্রপাড়া গ্রামের সুমন বাড়ৈ ও বকুল বাড়ৈ দম্পতির একমাত্র মেয়ে। সে স্থানীয় দূর্গা মন্দিরে স্থাপতি মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শ্রেণিতে পড়তো। অপরদিকে হত্যাকান্ডে জড়িত ঘাতক শিশু আবু সাদ একই গ্রামের প্রবাসী আবু সাঈদের ছেলে। এঘটনায় আবু সাদ ও তার মা শিমু আক্তারকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বর্তমানে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, তরি প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বেলা ১০ টার সময় তার নিজ বাড়ি থেকে পাশ^বর্তী মসজিদ সংলগ্ন টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এসময় স্থানীয় আবু সাদ(১২) তরি বাড়ৈ এর সাথে একটি আম নিয়ে তর্ক করে। এসময় আবু সাদ তার হাতের লাঠি দিয়ে তরি বাড়ৈ এর মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে।
তরির মৃত্যু নিশ্চিত হলে আবু সাদ তার মা শিমু আক্তারে সহযোগীতায় মসজিদ সংলগ্ন একটি কৃষিজমির ঝোপে মৃত তরিকে মাটি চাপা দিয়ে রাখে। বিকালে মৃত তরির মা ও তার স্বজনরা অনেক খোঁজাখুজির পর মাটি চাপা অবস্থায় তরির মৃতদেহ খুঁজে পায় ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তরি বাড়ৈকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ জালাল বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়দের দেওয়া তথ্য অনুসারে আবু সাদ ও তার মা শিমু আক্তারকে গ্রেফতার করা হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আবু সাদ হত্যার বিষয়টি স্বীকার করেন।