Enter your email address below and subscribe to our newsletter

ডিবিপ্রধান বললেন ঠান্ডা মাথায় খুন করা হয়েছে এমপি আনারকে

Share your love

ডেস্ক প্রতিবেদন,
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার রহস্য উদঘাটন এবং তার মরদেহের সন্ধানে কলকাতায় গেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম। এই টিমের নেতৃত্ব দিচ্ছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

এদিকে সফরের দ্বিতীয় দিনে সোমবার ডিবি টিম ব্যস্ত সময় পার করেছেন কলকাতায়।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কলকাতায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের জিহাদ হাওলাদার, যিনি কসাই জিহাদ হিসেবে পরিচিত। কলকাতা পুলিশের দাবি, তিনিই এমপি আনারের মরদেহ কেটে টুকরো টুকরো করেন। তাকে নিয়ে সোমবার যে ফ্ল্যাটে এমপি আনার খুন হয়েছেন সেখানে ‘টিআই প্যারেড’ বা মহড়া পরিচালনা করেছে ডিবি টিম।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সোমবার বেলা পৌনে ১১টার দিকে গাড়ি বহর নিয়ে কলকাতার নিউ টাউনের সাঞ্জিভা গার্ডেন্সে প্রবেশ করেন ডিবির হারুন। এ সময় কলকাতার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আবাসনের বি-ইউ ভবনের বেজমেন্ট দিয়ে আনার হত্যায় জড়িত জিহাদকে নিয়ে আসে সিআইডি। এরপর এমপি আনারকে যে ফ্ল্যাটে হত্যা করা হয় সেখানে একটি চেয়ারে বসিয়ে জিহাদকে জেরা করেন ডিবি হারুন।

আনন্দবাজারের খবরে বলা হয়, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে যেখানে এমপি আনারের দেহাংশ ফেলা হয়েছিল বলে দাবি করেছিলেন অভিযুক্ত জিহাদ, সেখানেও গিয়েছিলেন বাংলাদেশের গোয়েন্দাপ্রধান। এরপর জিহাদকেও প্রায় চার ঘণ্টা জেরা করেন তিনি।

গোয়েন্দাপ্রধান হারুন জানিয়েছেন, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে এমপি আনারকে। হারুন অর রশীদ আরও জানিয়েছেন, এই তদন্তে কলকাতার সিআইডি যথেষ্ট সাহায্য করছে। পুলিশ যেভাবে সাহায্য করছে, তাতে ভালো ফল পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Share your love
Sader Bhulo
Sader Bhulo
Articles: 174

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay informed and not overwhelmed, subscribe now!